শিরোনাম
  • এসএসসি পরীক্ষার নাম বদলে হবে কী হবে, জানা যাবে কখন দশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ জুনের মধ্যেই: প্রতিমন্ত্রী ভিকারুননিসায় অবৈধভাবে ৩৬ ছাত্রী ভর্তি, তদন্ত করে মিলেছে প্রাথমিক সত্যতাও কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার কবে, জানা যাবে ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানা যাবে দায়িত্ব নিয়েই যা বললেন বিএসএমএমইউর নতুন উপাচার্য নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন, মিড ডে মিল চালুর সুপারিশ করেছে গণস্বাক্ষরতা অভিযান এইচএসসি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হলো আজ থেকে এক লাখ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি চলতি মাসেই
    • প্রাথমিক
    • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা  যে কারণে

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা  যে কারণে

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা আগামি ৩ জুন । এই কারণে সোমবার ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

    অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা আগামী ৩ জুন আয়োজন করা হবে। এজন্য ডিপিইতে আগামি ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

    তৃতীয়ে ধাপের নিয়োগের লিখিত পরীক্ষা দেশের ১৮টি জেলার সব উপজেলায় আর ১৪টি জেলার অধিকাংশ উপজেলায় আয়োজন করা হবে।

    অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ১২ মে।

    এতে ২২ জেলার ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন বলে ডিপিইর এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    দ্বিতীয় ধাপে পরীক্ষা হয় গত ২০ মে। এ ধাপে ৩০ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেয়া হয়। তৃতীয় ধাপে ৩ জুন ৩২ জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।a