Severity: Warning
Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php74/ci_session7f7c4c731885c567a6d827ad0d3fb5797dcb16bc): failed to open stream: Disk quota exceeded
Filename: drivers/Session_files_driver.php
Line Number: 172
Backtrace:
File: /home/educationban/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct
File: /home/educationban/public_html/index.php
Line: 315
Function: require_once
Severity: Warning
Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php74)
Filename: Session/Session.php
Line Number: 143
Backtrace:
File: /home/educationban/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct
File: /home/educationban/public_html/index.php
Line: 315
Function: require_once
ব্র্যাক ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স (ওসিএসএআর) এর উদ্যোগে ১৪ জুন, ২০২২, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ও ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ইন-হাউস ক্যারিয়ার ফেয়ার-২০২২। ব্র্যাক ইউনিভার্সিটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ এই ক্যারিয়ার ফেয়ারে অংশ নেন।
ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত এই ক্যারিয়ার ফেয়ারের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সম্ভাব্য নিয়োগদাতাদের সাথে যুক্ত করার মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করা। সেই সাথে, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলামনাইদের জন্য বৃহত্তর পরিসরে চাকুরি অণ্বেষণের জন্য ক্ষেত্র তৈরি করা।
মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ইন-হাউস এই ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. ডেভিড ড্যাউল্যান্ড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেরাপ বিডি লিমিটেডের হিউম্যান রিসোর্স অ্যান্ড ভাইটাল অ্যাসেটস এর ডিরেক্টর মেজর জেনারেল (অব.) এম শামীম চৌধুরী, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর হেড অফ রিসার্চ সেলিম আফজাল শাওন, সিএফএ এবং গ্রামীনফোন লিমিটেড এর ট্যালেন্ট অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং এক্সপার্ট, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী হাবিব গাজী।
ইন-হাউস এই ক্যারিয়ার ফেয়ারের পৃষ্টপোষক প্রতিষ্ঠান থেরাপ (বিডি) এবং সহ-পৃষ্ঠপোষক ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ছাড়াও বিকাশ, নগদ, বাংলালিংক, পাঠাও, লংকা বাংলা ফিনান্স, ওয়ান্ডারম্যান থম্পসন বাংলাদেশ, আরলা ফুড বাংলাদেশ লিমিটেড, এপেক্স ফুটওয়ার লিমিটেড, রেনেটা লিমিটেড, ব্র্যাক, র্যাংগস গ্রুপ, রানার গ্রুপ, ইজি গ্রুপ, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগাম, সিঙ্গার বাংলাদেশ, ওগমেডিক্স, দ্য একমি ল্যাবরেটরিজসহ ২০টির বেশি চাকুরিদাতা প্রতিষ্ঠান এই ইন-হাউস ক্যারিয়ার ফেয়ারের অংশ নেয়। এই ইভেন্টের রেভারেট পার্টনার ছিল পেপসিকো ও নেসক্যাফে, হাইজিন পার্টনার সেপনিল এবং মিডিয়া পার্টনার সময় টিভি, ঢাকা ট্রিবিউন ও ইত্তেফাক।