বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর ৬৫ পাতার সংশোধিত নীতিমালার খসড়াটি চূডান্তকরণের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। খসড়া চূড়ান্তকরণের পর শিগশিগিরই জারি হবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এক ফোনালাপে এসব তথ্য নিশ্চিত করেছেন এমপিও নীতিমালা সংশোধন কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন