ফৌজদারি মামলায় অভিযুক্ত নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দফতরি। মাদক মামলায় জেল খাটার পরও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে জারি হয়নি সাময়িক বহিষ্কারাদেশ। তবে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে।
তথ্য অনুযাযী, উপজেলার জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশফাকুল আশেকিন গত ১৯ অক্টোবর আটক হন। এরপর মাদক মামলায় ২৫ অক্টোবর ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরদিকে মডেল প্রাথমিক বিদ্যালয়ের দফতরি রওশন কামাল সবুজ ৩১ অক্টোবর আটক হন। তিনি মাদক মামলায় ১৩ নভেম্বর ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
স্থানীয়রা জানান, তারা দুজনই আদালতে জামিন নিয়ে নিজ পদে এখনও কর্মরত।
তারা এখনও স্বপদে থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দীন আহমেদ জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।