কারিগরি অধিদফতরের প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের চাকরির হালনাগাদ তথ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর।এ কারণে কারিগরি শিক্ষা অধিদফতরের সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের (১০-২০তম গ্রেডের) তথ্য ছক পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদফতর থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক নিজাম উদ্দিন আহমেদ।আদেশে বলা হয়, এই হালনাগাদ তথ্য- নিয়োগ, বদলি, গ্রেডেশন, তালিকা প্রণয়ন, পদোন্নতি, পিআরএল গমন, চাকরি স্থায়ীকরণ, সিলেকশন গ্রেড, শ্রান্তি বিনোদন, জিপিএফ কার্যক্রম ত্বরান্বিত করবে।