Home লিড ২ এমপিওভুক্ত শিক্ষকরা লাভজনক কোনও প্রতিষ্ঠানে বা পদে থাকতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা লাভজনক কোনও প্রতিষ্ঠানে বা পদে থাকতে পারবেন না

21413
0
আগামী শিক্ষাবর্ষে টিউশন ফি কি কমবে ?

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা (স্কুল ও কলেজ) একইসঙ্গে একাধিক পদে চাকরি বা আর্থিক লাভজনক কোনও পদে নিয়োজিত থাকতে পারবেন না।

এমন বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার। রবিবার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালার ১১.১৭ ধারায় বলা হয়েছে, ‘এমপিওভুক্ত কোনও শিক্ষক-কর্মচারী একইসঙ্গে একাধিক কোনও পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনও পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন এলাকায় এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা অন্য একাধিক চাকরিতে যুক্ত রয়েছেন। এ অভিযোগে কিছু তদন্তও এখনও চলছে। এসব অভিযোগের কারণে সংশোধিত নীতিমালায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

Print Friendly, PDF & Email
শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here