• উচ্চ শিক্ষা
  • সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা : আট ‍কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এ টু জেট

সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা : আট ‍কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এ টু জেট

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর মোট আসনের ১০ গুন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হত। তবে এ বছর ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হাতে আসার পরে আবেদনের যোগ্য সবাইকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। 
গুচ্ছ কৃষি ভর্তির বিস্তারিতঃ

আবেদনের সময়সীমাঃ  ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট
আবেদন ফিঃ
 
১২০০ টাকা (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত)
পরীক্ষার তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত


আবেদনের যোগ্যতাঃ

২০১৭/২০১৮/ ২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যাতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে (o লেভেল পরীক্ষায় অন্ততত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।


মান বন্টনঃ

MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এইচএসসি/সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্রঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। 
মেধা স্কোরঃ মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।


কোথায় কত আসনঃ

১.বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১১১৬
২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়  ৩৬০
৩.শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - ৭০৪
৪.পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ৪৪৩
৫.চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ২৪৫
৬.সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়  ৪৩১
৭.খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়  ১৫০
৮.হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়  ৯০



-