কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর মোট আসনের ১০ গুন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হত। তবে এ বছর ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হাতে আসার পরে আবেদনের যোগ্য সবাইকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।
গুচ্ছ কৃষি ভর্তির বিস্তারিতঃ
আবেদনের সময়সীমাঃ | ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট |
আবেদন ফিঃ |
১২০০ টাকা (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত) |
পরীক্ষার তারিখঃ | ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত |
আবেদনের যোগ্যতাঃ
২০১৭/২০১৮/ ২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যাতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে (o লেভেল পরীক্ষায় অন্ততত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
মান বন্টনঃ
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এইচএসসি/সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্রঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
মেধা স্কোরঃ মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।
কোথায় কত আসনঃ
১.বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | ১১১৬ |
২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় | ৩৬০ |
৩.শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - | ৭০৪ |
৪.পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ৪৪৩ |
৫.চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় | ২৪৫ |
৬.সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় | ৪৩১ |
৭.খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় | ১৫০ |
৮.হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় | ৯০ |
-