• উচ্চ শিক্ষা
  • বশেফমুবিপ্রবি ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন

বশেফমুবিপ্রবি ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন

বেলাল হোসাইন বকুল

আগামী ৩ (তিন) মাসের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নিম্নোক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত রবিবার ( ৩১ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি   আল -নাহিয়ান খান জয় এবং  সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কাউছার আহম্মেদ স্বাধীনকে আহ্বায়ক করে ১৯ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৪৩ জনকে সদস্য করে কমিটি ঘোষণা  করে  কেন্দ্রীয় ছাত্রলীগ । যুগ্ম আহ্বায়ক পদে কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন -তাইফুল ইসলাম পলাশ,এহসানুল হক ইরফান , নূর-এ-জান্নাত , মোস্তাফিজুর রহমান সোহাগ , ইয়াসিন আরাফাত সৌরভ , জাহিদ হাসান অনিক , গোলাম জিলানী , হিজরাতুল হাসান সান, মোশারফ হোসেন , সেবক দাস , অভিমান সরকার , হাসান মাহমুদ লালন , আহসান হাবিব , ইনতিসার আহমেদ সানি , ইফতেখার ইসলাম তুষার , মোকাররম হোসাইন , মাহবুব হাসান ইমরান , নাজমুল সাকলাইন , ওমর ফারুক অনিক ।

 

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন -ওয়াকিল আহমেদ, হোসনে আরা জান্নাত হাসি, আব্দুল্লাহ আল সানি, ইসমাইল হোসেন, সাকিবুর রহমান রিফাত, মেহেরাব হোসেন অপি, ফাইরোজ আনিকা নোশিন, মেহরাব শাহরিয়ার, আল -ফাহাদ, মাহবুব হাসান ইমরান, কাউছার আহমেদ সুকর্ণ,  হাসিবুল হাসান রনিম, মাহমুদুল হাসান ইমন, সাবিহা সুলতানা রিমা, ফাহাদ জামান ইরফান, রেদুয়ানুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ ,খাইরুল ইসলাম, শাকিল আহমেদ ভূঁইয়া, একেএম রেজওয়ান ফেরদৌস,  রকিব হাসান, মোছাব্বিরুল ইসলাম, রাসেল আহম্মেদ, ইখতিয়ার উদ্দিন ইমন, তারিকুল ইসলাম শরীফ, শাকিল খান, ফয়সাল হোসেন, আকিবুল ইসলাম, সাবিত হাসান, রোমান মিয়া,মহিবুল্লাহ আল মাহিম, ফয়েজ আহমেদ, শাহান আলী, আলমগীর হোসেন অর্পণ, রুবেল মিয়া, নাইমুর রহমান খান,সাকিল আহমেদ, সায়েম খান, মঞ্জুরুল ইসলাম, সায়েমুর রহমান,খন্দকার হিমেল রায়হান, মোঃ রাসেল আহমেদ,আল মামুন।