এ মাসের ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাই ২৮, ২৯ ও ৩০ নভেম্বরের যে কোনো দিন প্রধানমন্ত্রীর কাছে ফল প্রকাশের অনুমতি চেয়েছে শিক্ষা মন্ত্রনালয়। প্রধানমন্ত্রী যেদিন সময় দিবেন সেদিনই এসএসসির ফল প্রকাশ হবে।
আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন বলে জানা গেছে। তাই আগামী ২৮ নভেম্বর ফল প্রকাশের সম্মতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আমরা ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল প্রকাশের প্রস্তাব করেছি। এই সময়ে বা এর আগে-পরে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ হবে।’
জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। গত ১৫ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয় ও ১ অক্টোবর পরীক্ষা শেষ হয়। রেওয়াজ অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসেবে আগামী ৩০ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।