রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. গোলাম কাজেম আলীকে (স্কিন স্পেশালিস্ট) উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে রাজশাহী পপুলারের চেম্বার থেকে রোগী দেখে ফেরার পথে বর্ণালীর মোড়ে রাত ১২ টার দিকে তাকে হত্যা করা হয়। অজ্ঞাত মাইক্রোবাস থেকে নেমে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।’
রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বলেন, ‘কাজেম আলীর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।’
হাসপাতালের দেওয়া তথ্য মতে, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি। রাজশাহীতে যে কয়জন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের মধ্যে ডাক্তার কাজেম আলী ছিলেন অন্যতম।