শিরোনাম
  • প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধবপুরের এক কলেজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা 'সম্পূর্ণ নিষেধ' করে আদেশ জারি  ৪১তম বিসিএস থেকে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন যোগাযোগ বিচ্ছিন্ন প্রশ্নপত্র চূড়ান্তকারী কর্মকর্তা, মৌখিক পরীক্ষার বোর্ডে থাকবে না রাজনৈতিক ব্যক্তি চলতি বছর চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন কারিকুলাম, কতটা প্রস্তুত শিক্ষকরা? সিইসিকে দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ এর প্রথম ধাপের পরীক্ষার্থীদের আবেদনে যা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার, সতর্কীকরণ বিজ্ঞপ্তি ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা,শীর্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ঢাবি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে হাইকোর্টের রায়
  • রামেক হাসপাতালের চিকিৎসককে হত্যা

    রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. গোলাম কাজেম আলীকে (স্কিন স্পেশালিস্ট) উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে রাজশাহী পপুলারের চেম্বার থেকে রোগী দেখে ফেরার পথে বর্ণালীর মোড়ে রাত ১২ টার দিকে তাকে হত্যা করা হয়। অজ্ঞাত মাইক্রোবাস থেকে নেমে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে কি কারণে  এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।’

    রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বলেন, ‘কাজেম আলীর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।’

    হাসপাতালের দেওয়া তথ্য মতে, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি। রাজশাহীতে যে কয়জন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের মধ্যে ডাক্তার কাজেম আলী ছিলেন অন্যতম।