গত কয়েক বছরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোয় শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এর বিপরীতে বেড়েছে বেসরকারি কলেজগুলোয়।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৮ সালে দেশে ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৩ হাজার ৯৫১ এবং ১০৪টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৫ হাজার ১৭৬ শিক্ষার্থী ছিল। পরবর্তী সময়ে বেশকিছু বেসরকারি কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ২০২২ সালে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের সংখ্যা নেমে আসে ৯০-তে। তবে কলেজ সংখ্যা কমলেও এ সময় শিক্ষার্থী সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
অন্যদিকে সরকারি কলেজের সংখ্যা অপরিবর্তিত থাকলেও কমেছে শিক্ষার্থী সংখ্যা। ২০২২ সালে ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষার্থী সংখ্যা ছিল ২ হাজার ৯৭৬, যা ২০১৮ এর তুলনায় ৯৭৫ জন কম। ৯০টি বেসরকারি কলেজে শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৯ হাজার ৪১৯, যা আগের তুলনায় ৪ হাজার ৩৪৩ জন বেশি। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষার্থী সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর তথ্যানুযায়ী কলেজগুলোর প্রতিটিতে এক বছর মেয়াদি বিএড কোর্সে ৬০০টি করে মোট ৮ হাজার ৪০০ আসন রয়েছে। এ কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনগুলো ব্যতীত নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হয় এবং প্রশিক্ষণসংশ্লিষ্ট সব কার্যক্রমে বাধ্যতামূলক অংশ নিতে হয়। অন্যথায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না।