শিরোনাম
  • প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধবপুরের এক কলেজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা 'সম্পূর্ণ নিষেধ' করে আদেশ জারি  ৪১তম বিসিএস থেকে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন যোগাযোগ বিচ্ছিন্ন প্রশ্নপত্র চূড়ান্তকারী কর্মকর্তা, মৌখিক পরীক্ষার বোর্ডে থাকবে না রাজনৈতিক ব্যক্তি চলতি বছর চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন কারিকুলাম, কতটা প্রস্তুত শিক্ষকরা? সিইসিকে দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ এর প্রথম ধাপের পরীক্ষার্থীদের আবেদনে যা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার, সতর্কীকরণ বিজ্ঞপ্তি ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা,শীর্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ঢাবি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে হাইকোর্টের রায়
    • কলেজ
    • রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

    রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

    রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. অলীউল আলম। সোমবার (৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

    সন্ধ্যায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অধ্যাপক ড. মো. অলীউল আলম রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন। সোমবার (৬ নভেম্বর)  বিকালে বোর্ডের চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব নেন।’

    এ সময় বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, উপ-পরিচালক হিসাব ও নিরীক্ষা বাদশা হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব হুমায়ুন কবীরসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    পরে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম রাজশাহী শিক্ষা বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে বোর্ড চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে জাতির পিতা এবং ১৫ আগস্টের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    এরপর রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়ে শহীদ এএইচএম কামারুজ্জমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন চেয়ারম্যান।