শিরোনাম
  • প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধবপুরের এক কলেজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা 'সম্পূর্ণ নিষেধ' করে আদেশ জারি  ৪১তম বিসিএস থেকে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন যোগাযোগ বিচ্ছিন্ন প্রশ্নপত্র চূড়ান্তকারী কর্মকর্তা, মৌখিক পরীক্ষার বোর্ডে থাকবে না রাজনৈতিক ব্যক্তি চলতি বছর চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন কারিকুলাম, কতটা প্রস্তুত শিক্ষকরা? সিইসিকে দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ এর প্রথম ধাপের পরীক্ষার্থীদের আবেদনে যা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার, সতর্কীকরণ বিজ্ঞপ্তি ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা,শীর্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ঢাবি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে হাইকোর্টের রায়
    • উচ্চ শিক্ষা
    • এশিয়ার সেরা ১০০ তালিকায় নেই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় 

    এশিয়ার সেরা ১০০ তালিকায় নেই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় 

    কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৪-এ শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৪ সালের র‌্যাংকিং তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মহাদেশ ও বিষয়ভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়। তবে এর মধ্যে না থাকলেও এবারের র‌্যাংকিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 

    এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবির অবস্থান ১৪০তম। মোট ১০০ স্কোরের মধ্যে ঢাবি পেয়েছে ৩৩ দশমিক ৯। ২০২৩ সালে ঢাবির অবস্থান ছিল ১৫১তম। সে হিসাবে প্রতিষ্ঠানটি ১১ ধাপ এগিয়েছে। ওই বছর ঢাবির স্কোর ছিল ৩২ দশমিক ৪। এছাড়া এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের মধ্যে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এর মধ্য বুয়েট ১৮৭তম ও নর্থ সাউথ ১৯১তম অবস্থানে আছে।

    বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যে কয়টি সংস্থা র‌্যাংকিং প্রকাশ করে, তাদের মধ্যে অন্যতম হলো কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিং। এদিন প্রতিষ্ঠানটি এশিয়ার সেরা ৮৫৬ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে। 
    প্রতি বছরের নভেম্বরের শুরুতে এ তালিকা প্রকাশ করা হয়। এবারও এশিয়ায় সবার সেরা চীনের পিকিং ইউনিভার্সিটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে হংকং বিশ্ববিদ্যালয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি আছে তৃতীয় স্থানে।

    বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যাসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করে কিউএস।


    এমএজেড