কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার একই এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে উপজেলার গোত্রশাল কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।