ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের জন্মদিন ইতিবাচকভাবে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী অংশ নেন।
শনিবার ক্যাম্পাসের মধুর ক্যানটিন থেকে পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দিনটির শুরু করা হয়। পরে সংগঠনটির আয়োজনে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে, ডাকসু ভবন, কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং হাকিম চত্বরে তারা পরিচ্ছন্নতা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা আশপাশের শিক্ষার্থী-জনসাধারণকে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করেন এবং ডাস্টবিন ব্যবহারে অনুরোধ করেন।