শিরোনাম
  • প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধবপুরের এক কলেজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা 'সম্পূর্ণ নিষেধ' করে আদেশ জারি  ৪১তম বিসিএস থেকে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন যোগাযোগ বিচ্ছিন্ন প্রশ্নপত্র চূড়ান্তকারী কর্মকর্তা, মৌখিক পরীক্ষার বোর্ডে থাকবে না রাজনৈতিক ব্যক্তি চলতি বছর চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন কারিকুলাম, কতটা প্রস্তুত শিক্ষকরা? সিইসিকে দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ এর প্রথম ধাপের পরীক্ষার্থীদের আবেদনে যা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার, সতর্কীকরণ বিজ্ঞপ্তি ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা,শীর্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ঢাবি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে হাইকোর্টের রায়
    • শিক্ষা অধিদপ্তর
    • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড, এমপিওভুক্তি, বিএড স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড, এমপিওভুক্তি, বিএড স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

    বেসরকারি স্কুল-কলেজের ৫ হাজার ৮৪৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে রয়েছেন স্কুলের ৫ হাজার ২৯১ জন এবং কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারী।

    বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

    সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, উচ্চতর গ্রেড পেতে যাওয়া শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২১৯ জন, চট্টগ্রামের ১৮০, কুমিল্লার ২৩২, ঢাকার ৫৫৩, খুলনার ৯৪১, ময়মনসিংহের ৬০৬, রাজশাহীর ৭৯৬, রংপুরের এক হাজার ৬০১ এবং সিলেটের ১৬৩ জন রয়েছেন।

    উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩, চট্টগ্রামের ১৯, কুমিল্লার ৩৯, ঢাকার ৬৬, খুলনার ৫২, ময়মনসিংহের ৫২, রাজশাহীর ২১৩, রংপুরের ৭১ ও সিলেট অঞ্চলের ২২ জন রয়েছেন।

    এমপিও কমিটির এ সভায় পৌনে ৯ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত ও ৫৪৫ স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।