একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফের তালা লাগিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার হরতালের প্রথম দিনে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রদলের এই নেতা বলেন, আমারা আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ডাকসু ভবনে তালা লাগিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বার্তা দিতে চাই আওয়ামীলীগের রক্ষাকবজ না হয়ে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করুন। ছাত্রলীগবান্ধব প্রশাসন না হয়ে রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করুন ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করুন। অকার্যকর ডাকসু সচল করুন।
এর আগে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নয়টি ফটকে তালা দেয় ঢাবি ছাত্রদল।
এছাড়া গত মঙ্গলবার রাতে কার্জন হল এলাকায় তালা লাগানো এবং ব্যানার টাঙাতে গেলে ছাত্রলীগের মারধরের শিকার হন ঢাবি ছাত্রদলের দুই নেতা। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।