শিরোনাম
  • প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধবপুরের এক কলেজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা 'সম্পূর্ণ নিষেধ' করে আদেশ জারি  ৪১তম বিসিএস থেকে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন যোগাযোগ বিচ্ছিন্ন প্রশ্নপত্র চূড়ান্তকারী কর্মকর্তা, মৌখিক পরীক্ষার বোর্ডে থাকবে না রাজনৈতিক ব্যক্তি চলতি বছর চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন কারিকুলাম, কতটা প্রস্তুত শিক্ষকরা? সিইসিকে দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ এর প্রথম ধাপের পরীক্ষার্থীদের আবেদনে যা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার, সতর্কীকরণ বিজ্ঞপ্তি ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা,শীর্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ঢাবি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে হাইকোর্টের রায়
  • প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন!

    গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ ও বৈদ্যুতিক পাখা পুড়ে গেছে।

    রোববার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর মরহুম আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, ছয় মাস আগে বিদ্যালয়ের মূল ভবনের পাশে সরকারি বরাদ্দে একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। রোববার ভোররাতে কে বা কারা ওই টিনশেডে আগুন দেয়। এতে বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক সরঞ্জাম, বেশকিছু বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির বলেন, ওই ঘরে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২জন ও পঞ্চম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান করা হতো।
    শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড ঘরের চার-পাঁচ জোড়া বেঞ্চ, টিনের বেড়া, বৈদ্যুতিক পাখাসহ নারা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করে শ্রেণিকক্ষ মেরামত করা হবে।

    শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে  আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত মেরামত করে পাঠদানের উপযোগী করা হবে।


    এএমজেড