মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়েছেন। তিনি বিশেষ করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) অনিয়ম-দুর্নীতির খোঁজ নিয়েছেন। সেখানে কোনও কর্মকর্তা বেনামে ঠিকাদারির সঙ্গে জড়িত কিনা সেই তথ্য চেয়েছেন তিনি। কারণ তিনি এমন কিছু ইঙ্গিত দুদকের মারফত জানতে পেরেছেন।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের দেওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুর্নীতির প্রতিবেদন এবং তা প্রতিরোধ সংক্রান্ত সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণী সভায় এই তথ্য চান সচিব।
সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনেক কর্মকর্তা আত্মীয়-স্বজনের নামে ঠিকাদারি করান—এমন অভিযোগ রয়েছে দুদকের কাছে। দুদকের দেওয়া প্রতিবেদনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনিয়ম-দুর্নীতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর, সংস্থার দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া প্রতিবেদনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অধীনস্থ বিভিন্ন দফতর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।