শিরোনাম
  • প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধবপুরের এক কলেজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা 'সম্পূর্ণ নিষেধ' করে আদেশ জারি  ৪১তম বিসিএস থেকে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন যোগাযোগ বিচ্ছিন্ন প্রশ্নপত্র চূড়ান্তকারী কর্মকর্তা, মৌখিক পরীক্ষার বোর্ডে থাকবে না রাজনৈতিক ব্যক্তি চলতি বছর চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন কারিকুলাম, কতটা প্রস্তুত শিক্ষকরা? সিইসিকে দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ এর প্রথম ধাপের পরীক্ষার্থীদের আবেদনে যা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার, সতর্কীকরণ বিজ্ঞপ্তি ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা,শীর্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ঢাবি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে হাইকোর্টের রায়
    • মাধ্যমিক
    • ছাত্রলীগসহ সবাই লাগামহীন আচরণ থেকে বিরত থাকুন

    ছাত্রলীগসহ সবাই লাগামহীন আচরণ থেকে বিরত থাকুন

    সামনে জাতীয় নির্বাচন, এই বিষয়কে মাথায় নিয়ে সবাইকে সতর্ক পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যদের পক্ষ থেকে। তারা বলছেন, কাউকে সুযোগ দেওয়া যাবে না। ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে লাগামহীন আচরণ থেকে বিরত থাকারও পরামর্শ দেন তারা।

    সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব মত দিয়েছেন তারা।  ‘প্রতিবাদের নামে’ ছাত্রলীগের ‘মারামারি’ঘটনারও সমালোচনা  করেছেন কোন কোন পরিষদের সদস্য

    সূত্র জানায়, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি অনেক নেতা তাদের বক্তব্যে উল্লেখ করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের দেশে দেশে দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হতে পারে— এমন আশঙ্কার কথাও উঠে আসে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে— এসব বিষয়ে কথা বলেন নেতারা।

    আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই মৌসুমে খাদ্যশস্য শাক-সবজির পর্যাপ্ত উৎপাদন হয়েছে। বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত অবস্থানে আছে। এরপরও বিশ্বব্যাপী বৃদ্ধির কারণে যে সব পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে, সেগুলোর বিষয়ে সরকার সতর্ক অবস্থান নিয়েছে।

    সূত্র জানায়, শেখ হাসিনা বলেছেন, ১৯৯৮ সালে সারা দেশে বন্যার সময় অনেক বিদেশি সংস্থা বহু মানুষের না খেয়ে এবং অসুখে মরার আশঙ্কা প্রকাশ করেছিল। কিন্তু কিছুই হয়নি। আশা করি বর্তমান পরিস্থিতিতেও কোনো সমস্যা হবে না।

    আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘সরকারের কাছে বাংলাদেশের স্বার্থই চূড়ান্ত। এর জন্য যেদিকে যাওয়া দরকার, সেদিকেই যাবেন।’

    আগামী নির্বাচন সামনে রেখে এবং বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে দলকে শক্তিশালী করার ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘দলে নতুন নেতৃত্বকে সুযোগ করে দিতে হবে। জামায়াতের লোকজন যাতে টাকা-পয়সা দিয়ে দলে ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’