বাংলাদেশ–জার্মান কারিগরি কেন্দ্রে বিনা মূল্যে পাঁচটি কোর্সে প্রশিক্ষণ, আবেদন ২৪ জুলাই পর্যন্ত
বাংলাদেশ–জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের 'অ্যাসেট' (ASSET) প্রকল্পের অধীনে কর্মসংস্থানের উপযোগী পাঁচটি স্বল্পমেয়াদি কোর্সে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিশেষ সুবিধা হলো, এই কোর্সটিতে সরকারিভাবে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
আগ্রহী নারী ও পুরুষ প্রশিক্ষণার্থীদের আগামী ২৪ জুলাই ২০২৫, বিকেল চারটার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
কোর্স ও যোগ্যতা:
কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী মোট পাঁচটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা রয়েছে:
|
কোর্সের নাম |
শিক্ষাগত যোগ্যতা |
প্রশিক্ষণার্থী |
|
১. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম) |
অষ্টম শ্রেণি |
নারী ও পুরুষ |
|
২. টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং |
অষ্টম শ্রেণি |
নারী ও পুরুষ |
|
৩. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং |
অষ্টম শ্রেণি |
নারী ও পুরুষ |
|
৪. কম্পিউটার অপারেশন |
এসএসসি পাস |
শুধু নারী |
|
৫. ক্যাড অপারেশন |
এসএসসি পাস |
শুধু নারী |
প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা:
-
কোর্সের মেয়াদ: ৩ মাস (৩৬০ ঘণ্টা)।
-
আসনসংখ্যা: প্রতিটি কোর্সে ২৪টি করে আসন রয়েছে।
-
ভাতা: প্রশিক্ষণার্থীরা অ্যাসেট প্রকল্পের নিয়ম অনুযায়ী সব সুবিধা ও ভাতা পাবেন।
আবেদনের প্রক্রিয়া ও সময়সূচি:
আগ্রহী প্রার্থীরা নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন জমা দিতে পারবেন:
-
প্রার্থীর তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
-
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি।
-
শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
|
ধাপ |
তারিখ |
সময় |
|
আবেদনের শেষ তারিখ |
২৪ জুলাই ২০২৫ |
বিকেল ৪টা পর্যন্ত |
|
ভর্তি পরীক্ষা (লটারি বা সাক্ষাৎকার) |
২৮ জুলাই ২০২৫ |
সকাল ৯টায় (নিজ নিজ ট্রেডে) |
|
ফলাফল প্রকাশ ও ভর্তি |
২৯ জুলাই ২০২৫ |
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত |
|
অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি |
৩০ জুলাই ২০২৫ |
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত |
|
ক্লাস শুরুর তারিখ |
৩ আগস্ট ২০২৫ |
- |